আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট, ইউকে এর উদ্যোগে "দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ৩০,০০০ হাজার টাকা অনুদানে পাঞ্জাবি এবং পাজামা বিতরণ, ১২/০৩/২০২২
আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট, ইউকে এর
অর্থায়নে সিলেটের বিশ্বনাথ দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ছাত্রদের জন্য ড্রেসের কাপড় ১২/০৩/২০২২ বাদ জুহর দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার কার্যালয়ে মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মোহামাম্মদ মুহিবুর রহমান মাধ্যমে চল্লিশ জন ছাত্র /ছাত্রীদের হাতে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার উস্তাদ . অভিবাবক সদস্য ও আর-রাহমান এডুকেশন বাংলাদেশ ট্রাস্টের সদস্য বৃন্দ - আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট, ইউকে পরিচালক ইমাম মাও নুরুর রহমান বলেন এতিমের দায়িত্ব গ্রহণ ও প্রতিপালন করা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খুব কাছাকাছি থাকার একটি বিরাট মাধ্যম*
সাহল রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
أَنَا وَكَافِلُ الْيَتِيمِ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ وَقَرَنَ بَيْنَ أُصْبُعَيْهِ الْوُسْطَى وَالَّتِي تَلِي الْإِبْهَامَ
“আমি ও এতিমের দায়িত্বগ্রহণকারী ব্যক্তি জান্নাতে এই দুই আংগুলির ন্যায় পাশাপাশি অবস্থান করব।” এ কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মধ্যমা ও বৃদ্ধাঙ্গুগুলিকে কাছাকাছি করে দেখালেন। (সহীহ, সুনান আবু দাউদ)
এতিম-অনাথ শিশুদের জন্য অর্থ খরচ করা বিশাল মর্যাদপূর্ণ কাজ।*
আল্লাহ তাআলা বলেন:
يَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
“তারা তোমার কাছে জিজ্ঞেস করে, তারা কী ব্যয় করবে? বলে দাও, যে বস্তুই তোমরা ব্যয় কর, তা হবে পিতা-মাতার জন্যে, আত্নীয়-আপনজনের জন্যে, এতীম-অনাথদের জন্যে, অসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্যে। আর তোমরা যে কোন সৎকাজ করবে, নিঃসন্দেহে তা অত্যন্ত ভালভাবেই আল্লাহর জানা রয়েছে।” (সূরা বাকারা: ২১৫) এবং তিনি আর বলেন ইংল্যান্ড সহ বিশ্বের প্রবাসী ভাই বোনদের সহযোগীতায় আজ আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে বাংলাদেশের অনেক জিলায় শিক্ষা প্রতিষ্টান গুলতে এতিম অসহায় ছাত্র/ ছাত্রীদের কলম বই কাপড় থাকা খানা অর্থ বৃত্তি দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
পরিশেষে তামাম মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করেন অত্র মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ মুহিবুর রহমান প্রত্যেক দ্বীনদার মুসলিম ভাই ও বোনদের প্রতি মুক্তহস্তে দান করার আহবান জান এবং এই প্রতিষ্টানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নেন দোয়ার মাধ্যমে অনুষ্টান সমাপনী করা হয় ।
0 coment rios:
You can comment here