নির্মাণাধীন মসজিদের অল্প কাজ বাকি
প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ,
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার, ৫ নং পান্ডারগাও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর (পঞ্চাশ ঘর) জামে মসজিদ এর পুনঃ নির্মাণাধীন জামে মসজিদ এর মূল মসজিদের নির্মাণকাজ প্রায় শেষের পথে। প্রায় ৭৬ বছর পূর্বে পূর্বপুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত মসজিদটি ভেঙে ২০১৯ সালে ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট মসজিদ পুনঃনির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে থাই, রং এবং ফিনিশিংয়ের কাজ চলমান। ৭০ ফুট দৈর্ঘ্য × ৫০ ফুট প্রস্থ= ৩৫০০ বর্গফুট বিশিষ্ট বৃহদাকার এ মসজিদটি নির্মাণ কল্পে দেশের ও প্রবাসের আল্লাহর অনেক বান্দারা সাহায্যের হাত প্রসারিত করেছেন। এ পর্যন্ত মসজিদ পুনঃ নির্মাণ বাবদ ব্যয় হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। বিশেষ করে সাহায্যের হাত প্রসারিত করেছেন কুয়েতের দানবীর শায়খ আহমদ আস-সানাদ (আল্লাহ সকলের চেষ্টা শ্রম ও দানকে কবুল করুন)।
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
মসজিদের যে যে অংশের কাজ এখনো বাকি আছে তা হল-
১. ভালো মানের একটা কাঠের নকশি করা মিম্বর, যা তৈরিতে খরচ হবে আনুমানিক ৫০ হাজার টাকা।
২. ভালো মানের এক কালার ৩০টি ফ্যান, ১টি ফ্যান কিনতে খরচ হবে ৩০০০ টাকা। ৩০টি ক্রয় করতে খরচ হবে আনুমানিক ৩০০০×৩০=৯০০০০ টাকা।
৪. নামাজ পড়ার (কার্পেট) মুসাল্লা। ৬৫ ফুট লম্বা বিশিষ্ট নয় কাতার (ছফ)। প্রতি ছফে (কার্পেট) মুসাল্লা লাগবে ২২ গজ। ১ গজ (কার্পেট) মুসাল্লা এর মূল্য ৬৯০ টাকা। ভালো মানের কার্পেট যুক্ত এক ছফ মুসল্লার জন্য লাগবে ২২×৬৯০= ১৫১৮০ টাকা। ৯ ছফ বাবদ মোট খরচ হবে ১৫১৬০ ×৯= ১৩৬৬২০ টাকা।
৪. দুই তলা ফাউন্ডেশনের একটা এক্সটেনশন বিল্ডিং। যার সিড়ি সহ দুতালায় ইমাম মুয়াজ্জিনের থাকার রুম বাবদ আনুমানিক খরচ হবে ৩ লক্ষ বিশ হাজার, নিচ তলায় থাকবে টাংকি সহ দুইটি টয়লেট খরচ হবে ১ লক্ষ টাকা, ৬ টি প্রসাব খানা খরচ হবে সত্তর হাজার টাকা, সু পরিসর অজুখানা খরচ হবে আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার টাকা, এসবের ওয়্যারিং বাবদ খরচ হবে আনুমানিক ১ লক্ষ টাকা ৩০ হাজার টাকা। মসজিদের পশ্চিমাংশের বাউন্ডারি ওয়াল তৈরিতে খরচ হবে ১ লক্ষ টাকা, মসজিদের পূর্ব এবং পশ্চিম দিকে দৃষ্টি নন্দন কারুকাজ সম্বলিত দুটি সুসজ্জিত গেট হবে খরচ হবে ২ লক্ষ টাকা। এক্সটেনশন বিল্ডিং এর কনস্ট্রাকশন বাবদ সর্বমোট খরচ হবে ১০ লক্ষ ৬০ হাজার টাকা।
🌹🌹🌹🌹🌹🌹🌹
প্রিয় দ্বীনি ভাই,
গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ একটু স্বস্তি ও শান্তির সাথে যাতে আল্লাহর এবাদত করতে পারে সেই উদ্দেশ্যে সদকায়ে জারিয়া হিসেবে আপনার নিজের নামে অথবা মৃত ব্যক্তির বা আত্মীয়স্বজনের নামে যেকোনো একটি প্রজেক্টে বা আইটেমে তৌফিক অনুযায়ী অল্প করে হলেও শরিক হবেন (১-২টি ফ্যান, ১ ছফ মুসল্লা, উপরে পেশকৃত পরিকল্পনার যেকোনো আইটেমে অল্প কিছু টাকা নিজে এবং নিজের বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে) আল্লাহর ঘর মসজিদ নির্মাণে শরিক হওয়ার সুযোগ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হয়তো আপনার এ দানই কাল কেয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের উসিলা হতে পারে। ইনশাআল্লাহ। আল্লাহর ঘর নির্মাণে আমাদের সকল প্রচেষ্টা যেন তিনি কবুল করেন সেই মিনতি মহান মনিবের কাছে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন তার ঘর নির্মাণে কাজ করতে পারি সেই তৌফিক যেন রাব্বে কারীম দান করেন সেই আকুতি করি তার দরবারে আলীশানে।
এছাড়া আপনার পরিচিত জনের কাছে মেসেজটি ফরওয়ার্ড করে মসজিদ নির্মাণে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
অনুরোধক্রমে
মোহাম্মদ ইউসুফ আলী (দলিল লেখক)
মোবাইল :০০৮৮০১৭৩১-০৭০১০১
সভাপতি,
মসজিদ কমিটি
নতুন কৃষ্ণনগর শ্রীপুর (৫০ ঘর)
বাইতুল মামুর জমে মসজিদ, পান্ডারগাও ইউনিয়ন,
দোয়ারা বাজার, সুনামগঞ্জ,
বাংলাদেশ।
🕋🕋🕋🕋🕋🕋🕋
প্রয়োজনে যোগাযোগ:
ইমদাদুল হক যুবায়ের (লাল মিয়া)
০০৮৮০১৭১২৩৭৪৬৫০ (হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার)
মসজিদের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার👇👇👇👇👇👇👇
Bank Asia Ltd
AC Holder Name:
Baytul Mamur Jame moshjid
AC No-1083390000479
Branch: Agent Banking
Routing No: 070270602
SWIFT: BALBBDDH
0 coment rios:
You can comment here