Tuesday, March 29, 2022

ইবিতে ‘ইয়াহইয়া আল-লাইছী (রহ) এর মুয়াত্তার বিশেষ পরিভাষা: একটি পর্যালোচন শীর্ষক সেমিনার আনুষ্ঠিত।


ইবিতে ‘ইয়াহইয়া আল-লাইছী (রহ) এর মুয়াত্তার বিশেষ পরিভাষা: একটি পর্যালোচন শীর্ষক সেমিনার আনুষ্ঠিত।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)  ইয়াহইয়া আল-লাইছী (রহ) এর মুয়াত্তার বিশেষ পরিভাষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (,২৯শে মার্চ) বেলা ১১টায় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ধর্মতত্ব অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের  সভাপতিত্বে গবেষণাপত্র উপস্থাপন করেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৮-২১৯ শিক্ষাবর্ষের এম ফিল গবেষক আব্দুল্লাহ আল মামুন।প্রধান অতিথি হিসেবে  ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ও পিএইচডি তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো: সেকান্দার আলী

সেমিনারে  আলোচক ছিলেন আল হাদীস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো:ময়নুল হকও   অধ্যাপক ড. আ,হ,ম নুরুল ইসলাম। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ইয়াহইয়াহ আল লাইসি (রহ.) ইমাম মালেক( রহ.) এর মুয়াত্বা বর্ননা করেন। তিনি তার পরিভাষা উপস্থাপন করেন। এছাড়া এ ব্যাপারে  বিশেষ কারন সম্পর্কে আলোচনা করা হয়।উম্মুক্ত আলোচক প্রফেসর ড মো শফিকুল ইসলাম, প্রফেসর ড নাছির উদ্দীন মিযী, প্রফেসর ড মো মুজাহিদুর রহমান, প্রফেসর ড আব্দুর রহমান আনওযারী, সঞ্চালক প্রফেসর ড মো মোস্তাফিজুর রহমান,ছিলেন আল হাদীসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গবেষকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ। এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন,আমরা বিশ্বমানের গবেষণা করতে বদ্ধ্পরিকার।আশা করি এটা মৌলিক এ উচুমানের একটি গবেষণা হবে।পরিশেষে বিভাগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here