Thursday, April 21, 2022

ছড়া-কবিতা বিদায় চল্লিশ

 বিদায় চল্লিশ


সুহাইল আহমদ( আবু গালিব)


হয়ে গেলো চল্লিশ

ঝাপসাটা চোখে

হাটি চলি খেতে পারি

ব্যথা নেই বুকে,


চশমাটা নিতে হবে

পড়তে বই

খাদ্যে কমাতে হবে মিঠা

চিনিপাতা দই,


ঘুমোতে হবে আমার

এশারই পরে

নিশিতে ও উঠুক হাত

আল্লাহর তরে,


জন্মের কেক আমি

কাটিনি কবো

বাঁকা চোখে দেখেনি কেউ

ভালো আছি তবু,


হায়াত কমে গেলো তাই

দুঃখ মনে

সামনে চলি যেনো আমি 

ভালোদের শনে।


লেখক: কবি সাহিত্যিক ও শিক্ষাবিদ


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here