Wednesday, May 11, 2022

আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন


 আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ……

বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডি’র সভাপতি হলেন মাওলানা শফিকুর রহমান পাকিছিরি

দুটি পাতার একটি কুঁড়ির দেশ শাহজালালের পুন্য ভুমি আধ্যাত্মিক রাজধানীর  পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, ইলমে নববীর অন্যতম সূতিকাগার সৎপুর কামিল মাদরাসার প্রায় তিন যুগের যুগশ্রেষ্ট অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), শিরোতাজ উস্তায, হযরত মাওলানা শফিকুর রহমান ছাহেব হাফিযাহুল্লাহ ঐতিহ্যবাহী বিশ্বনাথ কামিল মাদরাসার গর্ভনিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। আল্লাহ পাকের কাছে আমাদের বটবৃক্ষ প্রিন্সিপাল হুজুরের সুস্বাস্থ্যের সাথে দীর্ঘায়ূ কামনা করছি।
অভিনন্দন জানিয়েছেন
বিশ্বনাথ কামিল মাদরাসার বর্তমান অধ্যক্ষ মুহতারাম হযরত মাওলানা নোমান আহমদ সাহেবকে । আর-রাহমান এডুকেশন ট্রাস্ট  বাংলাদেশ পরিচালনা কমিটির চেয়ারম্যন উপাধ্যক্ষ মাওঃ মুখলিছুর রহমান . মাওঃ আব্দুল মালিক . আর-রাহমান এডুকেশন ট্রাস্ট  উলামা উপদেষ্টাঃ সুপার মাও ছালেহ আহমদ . আরাবী প্রভাষক মাওঃ হরমুজ আলী আতাপুরী .সুপার মাওঃ কবির আহমদ বুল বুল .মাও মুহাম্মদ উল্লাহ আল-মাসুম . মাওঃ আবুসাঈদ . মাওঃ হেলাল আহমদ . মাওঃরফিক আহমদ সামাদ . মাও রহমত উল্লাহ বড় হুজুর . প্রফেসার আলতাফুর রহমান. মাও মাসুক আহমদ . মাওঃ ফারুক আমদ দলিপাডী .প্রফেসার ফরিদ উদ্দীন .স্যার .এটি.এম.নুর উদ্দীন . হাফিজ কয়েছ আহমদ . মাওঃ মানিক উদ্দীন . মাসুদ আহমদ . পীর আমিনুর রহমান . প্রমুখ ॥শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here