Sunday, July 10, 2022

ARET কুরবানী প্রজেক্ট বাস্তবায়নে সহযোগিতাকারীদের কৃতজ্ঞতা প্রকাশ

 


ARET কুরবানী প্রজেক্ট বাস্তবায়নে সহযোগিতাকারীদের কৃতজ্ঞতা প্রকাশ

আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবারও মানবতার কল্যানে নিবেদিত বাংলাদেশ ও ইউকে ভিত্তিক চারিটি সংগঠন আর রহমান এডুকেশন ট্রাস্ট এর ব্যবস্থাপনায় মহান আল্লাহর প্রিয় কিছু বান্দাদের ঐকান্তিক আর্থিক সহযোগিতায় কুরবানী প্রজেক্ট ২০২২ বাস্তবায়ন হলো। অসহায় বন্যার্ত মানুষের মধ্যে কোরবানির গোশত বন্টন করার সুযোগ সৃষ্টি করে দিতে যারা সহযোগিতার হাত প্রসারিত করলেন আল্লাহ অবশ্যই তাদেরকে উত্তম প্রতিদান দিবেন সেই মিনতি মহান রব্বে কারীমের নিকটে। 

আল্লাহ যে সকল প্রিয় বান্দারা তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি গরু অথবা আংশিক গরুর টাকা দিয়ে এবারের কোরবানির প্রজেক্টর শরিক হলেন তারা হলেন,

ইমাম নুরুর রহমান, মাওঃ সিদ্দিকুর রহমান, জনাব নুরুল ইসলাম, শীর্ষবিন্দু পত্রিকার প্রধান সম্পাদক সায়মন সুমন, হাবিব উল্লাহ, মোহাম্মদ রফি, হাজী চমক আলী, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদ উল্লাহ আল মানসুর,

তাসলিমা ইসলাম।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন কোরবানি দাতাদের মনের উদ্দেশ্য পূরণ করেন এবং দুনিয়া-আখেরাতে তাদের পরিবার পরিজনসহ সকলকে উত্তম জাজা দান করেন। কুরবানী দাতাদের আত্মীয়স্বজনদের মধ্যে যারা দুনিয়ায় বেঁচে আছেন তাদের সকলকে যেন দুনিয়ার অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখেন এবং যারা পরপারে মহান রবের সান্নিধ্যে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।






শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here