Sunday, October 16, 2022

*বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ ৩৫হাজার টাকা নগদ অর্থ বিতরন।*

 


বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ ৩৫হাজার টাকা নগদ অর্থ বিতরন।*


সেপ্টেম্বর /অক্টোবর ২০২২ প্রজেক্ট —-


মানবতার_কল্যাণে_আমরা_আপনাদের_পাশে

আর-রাহমান এডুকেশন ট্রাষট ইউ কে এই শ্লোগান নিয়ে……

👉🏿এলাহাবাদ রহমান মনজিল বিশ্বনাথে

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান তিনি তেলিকোনা গ্রামের দুইটি গৃহ নির্মাণ বাবৎ ১০হাজার টাকা দেন দুইটি পরিবারের হাতে 


👉🏿আর-রাহমান এডুকেশন ট্রাস্ট সহ-সাংগঠনিক সম্পাদক ও আল- খিদমাহ ওরপান ইন্সটিটিউট পরিচালক মাওঃ মুহাম্মদ উল্লাহ আল-মাসুম মাধবপুর গ্রামের ১০হাজার টাকা তুলে তিনটি পরিবারের তাদেরকে সুস্থ করতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য তার তাদের কে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে সামর্থ্যবানদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

👉🏿 আর-রাহমান এডুকেশন ট্রাস্ট স্তায়ী সদস্য 

𝓐𝓡𝓔𝓣 𝓣𝓥 সহযোগী পরিচালক এম.আবিদুর রহমান 

১৫হাজার টাকা সিলেটের বিভিন্ন এলাকায় রাতের আধারে রাস্তায় ঘুমিয়ে থাকা ,পথচারি,শিক্ষকদের পাশে এম.আবিদুর রহমান তিনি গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করেন।


আর- রহমান ট্রাষ্ট ইউকের পরিচালক ইমাম মাওলানা নূরুর রহমান সংশ্লিষ্ট সকল কে মোবারক বাদ জানিয়েছেন।

এবং বলেন যে বা যারা অঢেল ধন-সম্পদ ও অর্থ সঞ্চয় করেছে, তারা যেন ইহজগৎ বা দুনিয়া ত্যাগ করার আগেই আল্লাহর নামে ‘ফি সাবিলিল্লাহ’ দান-খয়রাত করে যেতে থাকে।’ 

আমাদের মহানবী হজরত মোহাম্মাদ (সা.) এর কাছে কেউ কিছু চাইলে তাঁর কাছে যা থাকত, তা-ই তিনি দান করে দিতেন। এমনকি নিজের অতি প্রয়োজনকে তুচ্ছ মনে করে পরিবার-পরিজনসহ অভুক্ত থেকেও গরিব, এতিম, মিসকিন ও অসহায়-অভাবী মানুষদের আহার করাতেন। এভাবে আল্লাহর পেয়ারা নবী হজরত মুহাম্মাদ (সা.) দান-খয়রাতের মাধ্যমে বিশ্বব্যাপী মানবতার সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

বৃটেন ও সারা বিশ্ব প্রবাসী অনেক পরিবার আর-রাহমান এডুকেশন ট্রাষটের কার্যক্রমকে যারা আমাদের উৎসাহ প্রদান করে যাচ্ছেন আল্লাহ তাদের কে উওম প্রতিদান করুন এবং আর ও পরিচিত অপরিচিত মুসলিম উম্মাহ ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গরিব ও অসহায়দের মাঝে দান করার তাওফিক দান করুন। 

আমিন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here