Sunday, November 13, 2022

তোমরা এই দেশ এবং জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীদিনের এই দেশ তথা সমাজের পরিচালক। আমরা চাই তোমরা সফল হয়ে আমাদের অত্র বিভাগের সুনাম বয়ে আন। পিতামাতা এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করো। সুনাগরিক হও, এবং সর্বোপরি তোমরা শিক্ষিত হও, ভালো মানুষ হও।

 


তোমরা হয়তো বিভাগে ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড হতে পারবে না, কিন্তু চাইলেই সবাই ভালো মানুষ হতে পারো।


-প্রফেসর ডক্টর সৈয়দ মকসুদুর রহমান

আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২০-২১ সেশনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় অনুষদ ভবনের চতুর্থ তলায় ৪০৩ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এ এন এম এরশাদুল্লাহ।

এ সময় বিদায়ী শিক্ষার্থী এনামুল হক নাবিলের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. আবুল খায়ের মোহাম্মদ ওয়ালিউল্লাহ, অধ্যাপক ড. মোঃ সেকেন্দার আলী,অধ্যাপক ড. মোঃ মইনুল হক, অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন,অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন, অধ্যাপক ড. এ এইচ এম নুরুল ইসলাম,অধ্যাপক ড. মোঃ মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মোঃ ওয়ালিউল্লাহ, অধ্যাপক ড. মোঃ মুজাহিদুর রহমান ও অধ্যাপক ড. আবু তুরাব মোঃ কেরামত আলী।

এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মুতাসিম বিল্লাহ, আবুল হাসান ও আল আমিনসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।কোন বিভাগের সবচাইতে বড় অবদান সেটা হল ছাত্র-ছাত্রীরা যখন বিভিন্ন ক্ষেত্রে দারুণ দারুণ অবদান রাখতে সক্ষম হয়। বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর সৈয়দ মাকসুদুর রহমান বিদায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন-

 তোমরা এই বিভাগের ইতিহাসে একটা অংশ হয়ে থাকবে। 

তোমাদের এই বিদায় শুভ হোক এই আশা করি। তোমরা নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে মেনে চলবে।

 তোমরা এই দেশ এবং জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীদিনের এই দেশ তথা সমাজের পরিচালক। আমরা চাই তোমরা সফল হয়ে আমাদের অত্র বিভাগের সুনাম বয়ে আন। পিতামাতা এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করো। সুনাগরিক হও, এবং সর্বোপরি তোমরা শিক্ষিত হও, ভালো মানুষ হও।

 তোমরা হয়তো ক্লাসে ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড হতে পারবে না, কিন্তু চাইলেই সবাই ভালো মানুষ হতে পারো। আর তোমরা ভাল পড়লেই একটা দেশ তথা একটি সমাজ তথা একটি রাষ্ট্র ভালো হবে।

  মনে রেখো সফল হওয়ার জন্য দুটি জিনিস প্রয়োজন তার একটি হচ্ছে “ স্বপ্ন বা মানসিক ইচ্ছে” আর দ্বিতীয়টি হচ্ছে “কঠোর পরিশ্রম” এই দুটো জিনিস থাকলে তোমাদের কেউ আটকাতে পারবেনা। তোমরা সফল হবেই।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here