ইবিতে আল হাদীসের আলোকে মরণোত্তর জীবন: একটি পর্যালোচন শীর্ষক সেমিনার আনুষ্ঠিত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল হাদীসের আলোকে মরণোত্তর জীবন: একটি পর্যালোচন শীর্ষক সেমিনার আনুষ্ঠিত হয়েছে। (বুধবার২৩শে নভেম্বর বেলা বেলা ১১টায় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ধর্মতত্ব অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে গবেষণাপত্র উপস্থাপন করেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭-১৮ শিক্ষা বর্ষেরপিএইচ.ডি, গবেষক জনাব "মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ও পিএইচডি তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো: শফিকুল ইসলাম
সেমিনারে আলোচক ছিলেন আল হাদীস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.আ,খ,ম ওয়ালী উল্লাহ ও অধ্যাপক ড. আ,হ,ম নুরুল ইসলাম। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে আখিরাতের সার্বিক বিষয়ের আলোচনা করা হয়। প্রফেসর ড নাছির উদ্দীন মিযী, প্রফেসর ড মো মুজাহিদুর রহমান, প্রফেসর ড আ আছম তরিকূল ইসলাম উমর
উমূক্ত আলোচনা করেন।সঞ্চালনা করেনপ্রফেসর ড মো অলি উল্লাহ। সাবেক ডিন প্রফেসর ড্ আ,খম ওয়ালী উল্লাহ,প্রফেসর ড্ মো:জাকির হুসাইন,প্রফেসর ড্ মো; আকতার হোসেন,আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড্ এ বি এম জাকির হোসেন।
,আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গবেষকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ। এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন,আমরা বিশ্বমানের গবেষণা করতে বদ্ধ্পরিকার।
আশা করি এটা মৌলিক এ উচুমানের একটি গবেষণা হবে।পরিশেষে বিভাগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।
0 coment rios:
You can comment here