Friday, November 25, 2022

শোক ও সমবেদনা

 


শোক ও সমবেদনা

--------------

 বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, বিশিষ্ট মুহাদ্দিস, লেখক মুহাম্মাদ মাহমুদ আত-ত্বহ্হান ৮৭বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 


اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ

  তিনি উলুমুল হাদীসের সবচেয়ে বিখ্যাত সমসাময়িক বইয়ের লেখক।

  শাইখ মাহমুদ আত-ত্বহ্হান (রহ,) কে হাদীসের অন্যতম ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়, কারণ তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় নবীর সুন্নাহ এবং এর উলুমুল হাদীসের খেদমত করে কাটিয়েছিলেন । তিনি বেশ কয়েকটি কিতাব লিখেছেন, যা দ্বারা পণ্ডিতরাউপকৃত হয়েছেন। 

  জন্ম ও লালন-পালন তাঁর নাম: আবু হাফস মাহমুদ বিন আহমেদ বিন মুহাম্মাদ মাহমুদ আত-ত্বহ্হান 

আল-নুয়াইমি, এবং তিনি লেভান্টের আলেপ্পোর অধিবাসী। তিনি ১৯৩৬ খ্রিস্টাব্দে আলেপ্পোর আল-বাব জেলায় জন্মগ্রহণ করেন, তারপরে মানবিজে, তারপর আলেপ্পোতে চলে যান এবং একটি ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন।

 তাঁর পিতা ছিলেন আহমদ আত-ত্বহ্হান । তিনি আল-বাবে ও মানাবিজে প্রাথমিক পর্যায় অধ্যয়ন করেছেন। এরপর তিনি আলেপ্পোর শরিয়া হাই স্কুলে পড়াশোনা করেন । ১৯৫৪খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রী অর্জন করেন।  

১৯৫৬ সালে দামেস্ক ইউনিভার্সিটির শরিয়া অনুষদে যোগদান করেন এবং সেখানে চার বছর অধ্যয়ন করার পর ১৯৬০ খ্রিস্টাব্দে স্নাতক হন। শাইখ মুহাম্মাদ মাহমুদ আত-ত্বহ্হান মদীনার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, ।তারপর তিনি ১৯৭১খ্রিস্টাব্দে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ দীনঅনুষদ থেকে উলুমুল হাদীস উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন, যার শিরোনাম ছিল: “আল- হাফিজ আল-খতিব আল-বাগদাদী এবং উসুলুল হাদীসে তার প্রভাব,” এবং তাঁর সম্মানিত তত্ত্বাবধায়ক আবদেল ওয়াহহাব আবদেল লতিফ,( রহ,) ।


বিশ্ববিখ্যাত উলুমূল হাদীসের সকল শাখায় যার বিচরণ ও অবদান 

 ড. মুহাম্মাদ মাহমুদ আত-ত্বহ্হান রহিমাহুল্লাহ ইন্তেকাল করায় আমরা গভীর শোক ও সমবেদনা জানাই। এক লোক বার্তায় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড, সৈয়দ মাকসুদুর রহমান বলেন, তার মত্যুতে বিশ্ব হারালো একজন ইসলামিক গবেষক ।উসুলুল হাদীসের‌পন্ডিত হিসেবে বর্তমান বিশ্বে অন্যতম।আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তার রচিত অনেক মূল্যবান গ্রন্থ থেকে পাঠদান করা হয়।


আল্লাহ তাআলা তার খেদমত কবুল করুন ও জান্নাতের সুবিশাল নিয়ামত দিয়ে ধন্য করুন,আমীন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here