Saturday, November 26, 2022

প্রফেসর ড. আবু হাফস মাহমুদ আল-ত্বাহান: ইলমুল হাদীসে তাঁর অবদান

 



প্রফেসর ড. আবু হাফস মাহমুদ আল-ত্বাহান: ইলমুল হাদীসে তাঁর অবদান

 

 ।। প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান।।

চেয়ারম্যান

আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

বাংলাদেশ

ভূমিকা(introduction),

বিংশ শতাব্দীর মধ্যেভাগে যে কয়েকজন মুহাদ্দিস ইলমুল হাদীসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আবৃ হাফস মাহমুদ আল ত্বাহান তাদের মধ্যে অন্যতম। প্রায় একানব্বই বছরের অধিকাংশ সময় হাদীসের পঠন পাঠন এবং গবেষণা ও গ্রন্থ রচনা করে আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন।সিরিয়ার আলোপ্পের গন্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী আল্লাহ তাআলা খেদমত কবুল করেছেন।তাঁর উল্লেখযোগ্য  সর্বপ্রথম اصول التخريج و ودراسات الاسانيد উপর একটি একক, বিস্তৃত গ্রন্থ। এ ছাড়া   تيسير مصطلح الحديث গ্রন্থ টি বেশ গ্রহণযোগ্য হয়েছে। আলোচ্য প্রবেন্ধ মাহমুদ আল ত্বাহান এর জীবনী ও ইলমুল হাদীসে অবদান সম্পর্কে আলোচনা করা হলো।

নাম ও পরিচিতি

(Name and contact )

আবু হাফস মাহমুদ বিন আহমদ বিন মাহমুদ আল ত্বাহান আল-নুয়াইমী । তাঁর বংশ আলে-বায়াতের সাথে সম্পর্কিত  হয়েছে। বংশের ধারাবাহিক  সূত্র আলী ইবনে আল-হুসেন হযরত ইবনে আলী ইবনে আবী তালিবের বংশ পর্যন্ত।

আবু হাফস মাহমুদ বিন আহমেদ আল-ত্বাহান আল-হালাবী আল-নুয়াইমী।

-Bab from the business of Aleppo, in 1935 AD, then moved to Manbij, then to Aleppo, and grew up in a religious family, and his father, Hajj Ahmad al-Tahan.

তিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে আলেপ্পোর ব্যবসা  ছেড়ে বাব  জেলার মানবিজে আসেন, পরে স্থায়ীভাবে আলেপ্পো চলে আসেন। তিনি একটি ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন এবং তাঁর বাবা  হলেন শাইখ আহমদ আল-ত্বাহান

 


তাঁর জন্ম ও লালন-পালন (His birth and upbringing )

তিনি ১৯৩৩ খ্রিস্টাব্দে সিরিয়ার আলেপ্পোর শহরের আল-বাব জেলায় জন্মগ্রহণ করেন।তারপর মনবিজে, পরে আলেপ্পোতে চলে আসেন এবং একটি ধর্মীয়  সম্ভ্রান্ত পরিবারে  জন্ম  ও বেড়ে ওঠেন । তাঁর বাবর নাম আহমদ আল-ত্বাহান। তিনি একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন।

আল-বাব আলেপ্পো থেকে ৩৮কিলোমিটার দূরে সিরিয়ান আরব প্রজাতন্ত্রের উত্তরের অংশে অবস্থিত একটি শহর।  শহরের মানুষ বাণিজ্য, শিল্প ও কৃষিতে কাজ করে এবং আল-বাব শহর সিরিয়ার বাকি শহরগুলিতে সব ধরণের পনির এবং দুধ রফতানি করে।  এবং এর ছেলেরা কামার কারুকাজের জন্য বিখ্যাত।

শিক্ষা জীবন

(Educational life)

তিনি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শুরু করেন অল্প বয়সে। এ প্রতিষ্ঠানেরকিছু অংশ আল-বাব এবং কিছু অংশ মনবিজে অবস্থিত ছিল।তিনি শাইখ মুহাম্মদ নজিব খাইয়াতের সাথে তাহফীজ আল কুরআন স্কুলে পবিত্র কুরআন মুখস্থ করেন। তিনি আলেপ্পোর শরিআহআ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নের সময় পবিত্র কুরআন মুখস্থ  করেন।

তিনি আলেপ্পোর  ইসলামী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এ ছাড়া ১৯৫৪ সালে তিনি Higher Secondary Education সফলতার সাথে উত্তীর্ণ হন।।

তিনি ১৯৫৬সালে দামেস্ক ইউনিভার্সিটিতে শরিআহ অনুষদে ভর্তি হনএবং ১৯৬০খ্রিস্টাব্দে চার বছর অধ্যয়ন করে স্নাতক  সম্মান সমাপ্ত করেন।দামেস্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময়  তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।  ১৯৬১ সালে অফিসার হিসাবে চাকুরিতে যোগাযোগ করেন।

তাঁর প্রসিদ্ধ শিক্ষকবৃন্দ(His famous teachers )

তিনি সিরিয়া থেকে মিশর পর্যন্ত অসংখ্য মনীষীদের নিকট থেকে ইলম অর্জন করেন। তিনি যাদের থেকে ইলমুল হাদীস সহ অন্যান্য জ্ঞান অর্জন করেন তাদের মধ্যে অন্যতম হলেন-

*মনবিজে শাইখ জুমাহ আবু যাল্লাম।

  মাহমুদ আল তাহান মনবিজের শাইখ জুমাহ আবু যাল্লাম  (মনবিজের মুফতি) এর সাথে তাঁর সম্পর্ক সম্পর্কে বলেছেন,

  “আমি ১৯৪৬থেকে ১৯৪৯ সাল পর্যন্ত মানবিজে তিন বছর কাটিয়েছি, তারপরে আমি আলেপ্পোর খুসরভিয়া  প্রসিদ্ধ বিদ্যালয় ভর্তি হয়েছি।

আমি  আমার পরিবার ও আত্মীয়স্বজন যারা সেখানে আছেন তাদের সাথে দেখা করতে  গেছি। সেই বছরগুলিতে আমি শাইখ জুমাহ ফিকহও ব্যাকরণ এবং(ألفية ابن مالك) আলফিয়াতু ইবনে মালিক অধ্যয়ন করেছি।

 *শাইখ আবদুল আল-ওহাব সুক্কর তাঁর নিকট তিনি আকীদাহ অধ্যয়ন করেন।

, শাইখ মুহাম্মদ আবু আল-খায়ের জয়ন আল-আবিদিন তাঁর নিকট তিনি আকীদাহ অধ্যয়ন করেন।

শাইখ আল-ফকিহ মুহাম্মদ আল-মালাহ

(علم المصطلح والبلاغة والفقه الحنفي)

*শাইখ  মুহাম্মদ নজিব খাইয়াত (علم القراءة)

*শাইখ আল-ফকিহ মুহাম্মদ সালকিনি(علم الصرف)

*শাইখ আল-ফকিহ এবং ভাষাতাত্ত্বিক  মুহাম্মদ আসাদ আবাজি

(, আলেপ্পোর মুফতি, (علم العروص),

*শাইখ ভাষাতত্ত্ববিদ মুহাম্মদ নাজি আবু সালিহ

*শইখ ভাষাতাত্ত্বিক আবদুল্লাহ হামাদ (علم الصرف)

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের তাঁর শাইখদের মধ্যে:

*ড, মুহাম্মদ আবু যাহো (যিনিالحديث و المحدثين এর গ্রন্থকার)

,* শাইখ ড, মুহাম্মদ আল সামাহী


 প্রিয় সহকর্মীবৃন্দ

(Dear colleagues)

------------   ---------

আলেপ্পোর শরিয়াআহ উচ্চ বিদ্যালয়ে তাঁর সহকর্মীদের মধ্যে ছিলেন

*: ড, আবদুল্লাহ মুহাম্মদ সালকিনি

* ড. মোহেব আল-দীন আহমদ আবু সালেহ

*শায়খ আবদুল আল-ওহাব রিহাবী

*শাইখ নাজম আল-দিন জয়ন আল-আবিদীন,

* শাইখ আবদুল হামিদ সালোহ আল-আরিহাবী

তাঁর ছাত্রবৃন্দ

(His famous students)

--------------------,---------    

তিনি সিরিয়া,রিয়াদ মদীনা,মিশর ও কুয়েতে অসংখ্য ছাত্রছাত্রীদের ইলম শিক্ষা দিয়েছেন।তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন-

*ড,আবদুল রাজ্জাক আল-শাজি

*মুহাম্মদ আল-আওয়াদী

*অধ্যাপক ড,হোসাম এল দীন আফনেহ

ড. ওয়ালিদ আল-তাবতাবাi

ড..  ফাহাদ আল-খান্না

ড.নিহাদ ওবায়দ

কর্ম জীবন(His work life)

-------------------    ----              

তিনি মনবিজের জিয়ারা মসজিদ ইমাম ও খতীব ছিলেন।

এ ছাড়া আলেপ্পোর বেশ কয়েকটি মসজিদে ইমাম ও দাঈ হিসাবে কাজ করেছেন।

  অতঃপর তিনি সিরিয়ার  আল-হাফাহ ও লাত্তাকিয়ায় এবং আলেপ্পোর শরিয়াআহ মাধ্যমিক বিদ্যালয়ে এবং আলেপ্পোর অন্যান্য সরকারী উচ্চ বিদ্যালয়ে ইসলামী শিক্ষার শিক্ষক হিসাবে নিযুক্ত হন।

এবং ১৯৬৫খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এ কার্যক্রম চালিয়ে যান।

অতঃপর তিনি মদীনার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।তিনি এ বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে করেন।তিনি  ডক্টরাল ডিগ্রির জন্য আবেদন করেন এবং সুযোগ مصطاح الحديث হাদীসের উপর গবেষণার কাজ করেন।

সৌদি আরবে অবস্থানকালে তিনি ১৯৬৯ সালে স্নাতকোত্তর নিয়ে  পিএইচডি করেছিলেন, তাঁর গবেষণার ছিল এবং থিসিস ছিল না, পরে তিনি

১৯৭১ খ্রিস্টাব্দে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরীআহ অনুষদ থেকে মুস্তাশাহুল হাদীসে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

গবেষণার শিরোনাম হলো

:" الحافظ الخطيب البغدادي وأثره في علوم الحديث 

তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন শাইখ আবদুল-ওহাব আবদুল-লতিফ,  এবং তাঁর মৃত্যুর পরে শাইখ মুহাম্মদ আল-হাকিম, তাকে তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। এবং ডঃ মুহম্মদ আল-সামাহী কমিটির সদস্য ছিলেন ।

১৯৮১ সালে তাঁর গবেষণা থিসিস গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়।এরপরে তিনি রিয়াদের ইমাম ইবনে সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শরীআহ অনুষদ  আসেন সেখানে সাত বছর অতিবাহিত করেন।

 যেখানে তিনি তাঁর বিখ্যাত বইটি

"تيسير مصطلح الحديث

১৯৭৬ খ্রিস্টাব্দে হাদীসের পরিভাষা উপর", যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহজেভাবে বোধগম্য হয়।

রিয়াদের ইমাম সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ থেকে  তার এক-দু'বছর পরেই

أصول التخريج ودراسة الأسانيد

করেন।

গ্রন্থ রচনা (Writing books)

-----  --      -------   

1-حجية السنة ودحض الشبهات التي تثار حولها

2-مفهوم التجديد بين السنة النبوية وأدعياء التجديد

3-معجم المصطلحات الحديثية

4-تيسير مصطلح الحديث

5-أصول التخريج ودراسة الأسانيد

6-تحقيق الجامع لأخلاق الراوي وآداب السامع، للخطيب البغدادي: أحمد بن علي (ت463)

,7-حقيق المعجم الأوسط للطبراني

তারপরে তিনি ১৯৮২-২০০৫ সালে  মোট ২৩ বছর কুয়েত বিশ্ববিদ্যালয়ের শরীআহ ও ইসলামিক স্টাডিজ অনুষদ থ স্নাতকোত্তর  ডিগ্রি প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে স্নাতকোত্তর হাদীসের এর পরিভাষার(علوم الحيث)  এর অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।

 সত্তর বছর বয়সে তিনি এ বিশ্ববিদ্যালয়ের থেকে অবসর গ্রহণ করেন।

তারপর সিরিয়ার আলেপ্পোর আল-শাহবা শহরে আসেন।  কুয়েত বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন, তিনি বেশ কয়েক বছর ধরে মাস্টার্স ডিগ্রির জন্য হাদীস ব্যাখ্যার ও হাদীস বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন । এ ছাড়াবেশ কয়েকজন ছাত্রছাত্রীদেরও  গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন।বর্তমান তিনি সিরিয়া অবস্থান করেন।

ইন্তেকাল:

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, বিশিষ্ট মুহাদ্দিস, লেখক মুহাম্মাদ মাহমুদ আত-ত্বহ্হান ৮৭বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ

ড. মুহাম্মাদ মাহমুদ আত-ত্বহ্হান রহিমাহুল্লাহ ইন্তেকাল করায় আমরা গভীর শোক ও সমবেদনা জানাই। এক লোক বার্তায় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড, সৈয়দ মাকসুদুর রহমান বলেন, তার মত্যুতে বিশ্ব হারালো একজন ইসলামিক গবেষক ।উসুলুল হাদীসের‌পন্ডিত হিসেবে বর্তমান বিশ্বে অন্যতম।আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তার রচিত অনেক মূল্যবান গ্রন্থ থেকে পাঠদান করা হয়।

আল্লাহ তাআলা তার খেদমত কবুল করুন ও জান্নাতের সুবিশাল নিয়ামত দিয়ে ধন্য করুন,আমীন।

উপসংহার(conclusion)

উপরের আলোচনা থেকে আমরা এ কথা বলতে পারি যে,আবূ হাফস মাহমুদ আল ত্বাহান একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন।তাঁর রচিত গ্রন্থ বিশ্ব ব্যাপী অনেক বিশ্ববিদ্যালয়ের পাঠদান করা হয়।ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তাঁর রচিত গ্রন্থ সিলেবাসের অন্তর্ভূক্ত।।আল্লাহ তাআলা তাঁর খেদমত কবুল করুন, আমীন।

 


শেয়ার করুন

Author:

1 comment:

  1. প্রফেসর ড. আবু হাফস মাহমুদ আল-ত্বাহানকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার জীবনী তুলে ধরার জন্য আল্লাহ তাআলা আপনাদের জাযায়ে খায়ের দান করুন। আমিন।

    ReplyDelete

You can comment here