Wednesday, December 21, 2022

ইবিতে আইটি সোসাইটির নতুন কমিটি

 


ইবিতে আইটি সোসাইটির নতুন কমিটি 

প্রফেসর ড.সৈয়দ মাকসুদুল রহমানকে উপদেষ্টা হিসেবে মনোনয়ন

আইটি সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরুন্নেসা ইসলাম মৌ (মৃত্তিকা) মনোনীত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির মডারেটর ও উপদেষ্টামণ্ডলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাব্বির হাসান, রিফাত হাসান অর্ণব, আহসান হাবিব রিহাদ ও ফারিয়া ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামী আল সাদ আওন ও জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান ফাহবিহা আসনিম (অর্থি), রাফায়েল আহমেদ অংকন, নওশীন পর্ণিনী সুম্মা ও বাসুদেব মন্ডল, দফতর সম্পাদক আস্তিক রায়, উপ-দফতর সম্পাদক সুমনা খাতুন ও মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম সাফি।

প্রচার সম্পাদক জাহিদ বিন ফিরোজ, উপ-প্রচার সম্পাদক মোতালেব বিশ্বাস লিখন ও ফরিদুজ্জামান সুমন, ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত ইমরোজ ও জান্নাতুল ফিজা সুপ্ত, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহান ও আজমাইন আদিল সৌরভ, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রেদোয়ানুল ইসলাম, মেহেদী হাসান মুন ও আরফিন রুদ্র, জনসাধারণ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সান ও রাফসান আরা ঝুমা, সহ-সম্পাদক খান তাকি বিন করিম ও কার্যনির্বাহী সদস্য জ্যাকলীন আল ইসলাম গাজী।

উল্লেখ্য, সোমবার ইবি আইটি সোসাইটির বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে প্রফেসর ড.সৈয়দ মাকসুদুল রহমানকে উপদেষ্টা হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। এ ছাড়া আইসিটি বিভাগের সহযোগী  অধ্যাপক মো: জসীম উদ্দীন এবং ফাইন আর্টস এর সহকারী অধ্যাপক   ইমতিয়াজ  ইসলাম। 

সংগঠন এর সংবিধান অনুযায়ী সাবেক সভাপতি এ এস এম ফাহাদ কে ও উপদেষ্টা প্যানেলে যুক্ত করা হয়। প্রফেসর ড. রেহানা পারভিন ম এবং   ড. মিথুন মোস্তাফিজ উপদেষ্টা হিসেবে মনোনিত হন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here