ইমাম মাওলানা নুরুর রহমানের নতুন বছরের শুভেচ্ছা
নতুন বছর শুরু হচ্ছে আগামীকাল। এক শুভেচ্ছা বার্তায় ইমাম নূরুর রহমান বলেন, ভিনদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ নয়, আসুন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আজকের রাতে আত্নসমালোচনার মধ্য দিয়ে প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মিলাই। সিজদাবনত চিত্তে প্রভুর দরবারে প্রার্থনা করি সুন্দর আগামীর জন্য। অফুরন্ত সম্ভাবনার বার্তা নিয়ে আগামীকাল পৃথিবীর আকাশে হোক নতুন সূর্যোদয়।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
অনুবাদ : সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে।
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।
অনুবাদ : যিনি পরম দয়ালু ও করুণাময়।
مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
অনুবাদ : তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন, এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট, আমীন।
0 coment rios:
You can comment here