ইবিতে আত্মকর্ম সংস্থান তৈরি সম্পর্কে
অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিয়ে আত্ম কর্ম সংস্থান তৈরী সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাকক্ষে এর আয়োজন করে বিভাগটি।
বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগের প্রফেসর ড,আ,খ,ম ওয়ালী উল্লাহ প্রফেসর ড মোঃ সেকান্দার আলী ও অধ্যাপক ড. ময়নুল হক। এ সময় অতিথি এলামনাই অতিথি হিসেবে মোঃ নুরুল ইসলাম বক্তব্য পেশ করেন। বিভাগটির চেয়ারম্যানঅধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে হতাশায় ভোগে। শিক্ষার্থীদের এই হতাশাবোধ থেকে মুক্তি দিতে আমরা এই ক্যারিয়ার কাউন্সেলিংয়ের আয়োজন করেছি। আশা করি, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা আশাবাদী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড,মোহাম্মদ নাছির উদ্দীন ও ড, মোঃ অলি উল্লাহ
এ সময় জনাব নুরুল ইসলাম বিভাগে একটি উপহার প্রদান করেন।
0 coment rios:
You can comment here