Monday, January 23, 2023

ইসলামে নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা; পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে

 


আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে

ইসলামে নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা; পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সভা কক্ষে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এর আয়োজন করে।

সেমিনারে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লা উপস্থিত ছিলেন।

এসময় বিভাগের অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ এর তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন শামীমা নাসরিন আফজা। গবেষণাপত্রে তিনি ইসলামের স্বর্ণযুগে নারীশিক্ষার উপমাসহ ইসলামী শরীয়া অনুযায়ী এর প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।সভাপতির বক্তব্যে প্রফেসর ড, সৈয়দ মাকসুদুর রহমান বলেন, একটি জাতিকে উন্নত করতে গেলে নারী শিক্ষার বিকল্প কোন চিন্তার সুযোগ নেই।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here