Monday, January 30, 2023

অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান ছাহেবের সাথে মতবিনিময়


 অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান ছাহেবের সাথে মতবিনিময় 

গত ২৯ জানুয়ারি ২০২৩ইং রবিবার  লুটনে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা এর বৃটেন সফররত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান ছাহেবের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা সিলেটের একটি প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ। দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত আলিম-উলামা সৃষ্টিকারী এ মাদরাসা আগামী ২০২৩ সালে পূর্ণ করতে যাচ্ছে সফলতার ৭৫ বছর। 

শাহজালাল পুন্য স্মৃতি বিজড়িত সিলেট 

ও প্রথিতযশা আলিমে দ্বীন আশিকে রাসূল হযরত আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (র.) কর্তৃক ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসা আগামী ২০২৩ সালে উদযাপন করতে যাচ্ছে ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান। অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান ছাহেব এ কথা গুলো বলেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আলিম উলামাদের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানকে সফল ও সহযোগীতা করতে আহবান জানান ।

এ সময় উপস্তিত ছিলেন মাওঃ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ চৌধুরী , লুটন আনোওয়ারুল ইসলাম মাদ্রসার প্রতিষ্টতা প্রিন্সিপাল মাওঃরুহুল আমিন , আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর পরিচালক ইমাম মাওঃ নুরুর রহমান , লুটন জালাবাদ জামে মসজিদের চেয়ারম্যন জনাব হাজী আবুল কাশিম , লুটনের পরিচিত মুখ ডাক্তার রুহুল আমিন প্রমুখ ।
শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here