আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে সিকানদার আবু জাফর এর সমাজ সংস্কার :একটি পর্যালোচনা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
সোমবার (30জানুয়ারি) বেলা 12:30টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সভা কক্ষে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এর আয়োজন করে।
সেমিনারে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মো:সেকান্দার আলী, অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন।অনুষ্ঠানটি উপস্থাপন করেন অধ্যাপক ড, মোঃ মোস্তাফিজুর রহমান ।
এ বিভাগের অধ্যাপক ড.মুহম্মদ আশরাফুল আলম এর তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মো:আখতারুজ্জামান । গবেষণাপত্রে তিনি কবি সিকানদার আবু জাফর এর সমাজ সংস্কারের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড, সৈয়দ মাকসুদুর রহমান বলেন, কবি সিকান্দার আবু জাফর ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় সাংবাদিক কবি সাহিত্যিক উপন্যাসিক ছিলেন।তিনি আরো বলেন তাঁর কবিতা ও সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে প্রচলিত সাম্প্রদায়িক সমস্যা সেগুলি কে উত্তোরনের পথ দেখান। তিনি জুলুম নির্যাতনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন।
0 coment rios:
You can comment here