Wednesday, February 8, 2023

ইবিতে আল হাদীস এন্ড ইসলামিক বিভাগের নবীনবরন অনুষ্ঠিত

 


ইবিতে আল হাদীস এন্ড ইসলামিক বিভাগের নবীনবরন অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৮, ২০২৩

নবীনদের পদচারণায় মুখরিত ইবির আল হাদীস এন্ড ইসলামিক এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। বুধবার (৮ ফেব্রুয়ারী ) নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

হাজারো প্রতিযোগীকে পাশ কাটিয়ে ভর্তিযুদ্ধে জয়ী প্রত্যেক শিক্ষার্থীর এই ক্যাম্পাসের প্রথম দিনটি ছিল অনন্য-অসাধারণ। সবুজের লীলাভূমি ও সৌন্দর্যের সমারোহে পূর্ণ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এখন নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত।

নবাগতদের ফুল, নোটবুক ও কলম উপহার দেওয়ার মাধ্যমে বরণ করে নেয় বিভাগীয় কর্তৃপক্ষ। এ সময় শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক আলোচনা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানান।

আবু সালেহ মুহিতের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ,   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ, প্রফেসর ডঃ মো:জাকির হুসাইন, প্রফেসর ডক্টর মইনুল হক,

মোঃ নাসির উদ্দিন প্রফেসর ডঃ মোঃ আ হ ম  নুরুল ইসলাম প্রফেসর ডঃ মোঃ অলিউল্লাহ প্রফেসর ডঃ মোঃমুজাহিদুর রহমান অধ্যাপক  মোহাম্মদ আবু তোরাব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এছাড়া নবীনদের বরণ করে নেওয়া অনুষ্ঠানটিতে সভাপতিত্ব 

 বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন বলেন, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাগতম। তোমরা স্মার্ট বাংলাদেশের ছাত্র ছাত্রী । তোমাদেরকে বিশ্ববরেন্য হওয়ার কঠোর পরিশ্রমী হতে হবে।

এ সময় বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রী কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here