Tuesday, February 21, 2023

সিলেটের নন্দিত মুফাস্সিরে কোরআন হযরত মাওলানা আবু তায়্যিব সৎপুরী সাহেব ইন্তেকাল

 


সিলেটের নন্দিত মুফাস্সিরে কোরআন হযরত মাওলানা আবু তায়্যিব সৎপুরী সাহেব ইন্তেকাল 

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন, মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, হাজার হাজার আলীমগনের উস্তাদ, সিলেটের নন্দিত মুফাস্সিরে কোরআন হযরত মাওলানা আবু তায়্যিব সৎপুরী সাহেব (রাহিমাহুল্লাহ) সাহেব, অদ্য দুপুর ১২ টা ০৭ মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 

আল্লাহ- পরিবার পরিজন, আত্মীয়স্বজন সবাইকে সাবরে জামিল দান করুন, আমাদের শোক সহিবার তাওফিক দান করুন...

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন। 

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْت

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‏Every Soul Will Taste Death.

‏(The Qur'an 3:.85)

‎°•إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَاجِعُونَ•°

"আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী"

‎•أللهم ارحم عليهم واعف عنهم واغفر لهم وعافهم وارزقهم جنات الفردوس.•


‎{كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ}•

অবশেষে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে এবং তোমরা সবাই কিয়ামতের দিন নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে। একমাত্র সেই ব্যক্তিই সফলকাম হবে, যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর এ দুনিয়াটা তো নিছক একটা বাহ্যিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। (সূরা আলে ইমরানঃ১৮৫)


‎{وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَاجِعُونَ، أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ، وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُوْنْ}•

যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত।’ (সূরা: বাকারা, আয়াত: ১৫৫-১৫৭)।

‎اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجَاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ [وَعَذَابِ النَّارِ]

হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তাrয় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়I লা থেকে পরিষ্কার করেছেন। আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার ও তার জোড়ের (স্ত্রী/স্বামীর) চেয়ে উত্তম জোড় প্রদান করুন। আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব [ও জাহান্নামের আযাব] থেকে রক্ষা করুন

আমিন।

‎ﺁﻣِـــــﻴﻦ


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here