শারীয়া কাউন্সিল মিডল্যনড ইউকে চেয়ারম্যন জনাব মাওঃ হাকিম আব্দুল গফফার সাহেব এর শোক প্রকাশ
সিলেটের নন্দিত মুফাস্সীরে কোরআন, হাজারো আলেমের ওস্তাদ, হযরত মাওলানা আবু তায়্যিব সৎপুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর ভাইস চেয়ারম্যন জনাব মাওঃ হাকিম আব্দুল গফফার সাহেব।
এক শোকবার্তায় জনাব মাওঃ হাকিম আব্দুল গফফার সাহেব মরহুম আবু তায়্যিব সৎপুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অদ্য ২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
0 coment rios:
You can comment here