Tuesday, February 14, 2023

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

 


ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

১৪ ই ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকায় ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত ২০২২-২০২৩ এর অপরাধ প্রতিকার বিষয়ে এক সভা আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষদ ভবনের 403 কক্ষে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অপরাধ নিষ্পত্তি কমিটির প্রধান প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন,প্রক্টর প্রফেসর ড. শাহাদত হোসেন আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোকাল পয়েন্ট APA (উপ রেজিস্টার প্রশাসন) চন্দন কুমার দাস অত্র অনুষ্ঠানে প্রেজেন্টেশন করেন ফোকাল পয়েন্ট জনাব মোঃ ইব্রাহিম খলিল(উপ রেজিস্টার প্রশাসন), অপরাধ নিষ্পত্তি । শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রফেসর ডঃ মোঃ ময়নুল হক এবং রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন প্রফেসর ডঃ আ. খ. ম ওয়ালী উল্লাহ।

এ ছাড়া প্রফেসর ড মুহাম্মদ অলিউল্লা প্রফেসর ডঃ মোঃ কেরামত আলী ও প্রফেসর ডঃ মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছাত্রদের মধ্য থেকে প্রশ্ন প্রশ্ন করেন তাওহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যেককে সেবামূলক মনোভাব নিয়ে দেশ ও জাতির সেবার জন্য নিজেদেরকে জাগ্রত করতে হবে। মানুষের সেবক হিসেবে কাজ করতে হবে ।প্রভু হিসেবে নয়। সকল ছাত্রছাত্রীকে আগামী নেতৃত্বে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণ করার আহ্বান জানান। এ সময় শতাধিক ছাত্র ছাত্রী কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here