Tuesday, February 7, 2023

IEA INSTITUTE OF FINANCIAL ACCOUNTANTS পরিচালক এর সাথে সাক্ষাত

 


IEA INSTITUTE OF FINANCIAL ACCOUNTANTS পরিচালক এর সাথে সাক্ষাত 

ইউ কে প্রতিনিধি -

 গত ৬/০২/২০২৩ সোমবার রাত 

MSA-ACCOUNTANCY এর এর পরিচালক ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর একাউন্টেনস জনাব মোহাম্মদ সারাওয়ার আলম   এর অফিসে  আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে পরিচালক ইমাম নুরুর রহমান এর সাক্ষাত এই সময় দু,জন আলোচনা করেন এবং 

মোহাম্মদ সারাওয়ার আলম বলেন 

সাক্ষাতের সময় আলোচনা করেন পৃথিবীর মূল ধর্মগুলোর মধ্যে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, যেখানে মানুষের জন্য খরচ করা বাধ্যতামূলক। ইসলামে শুধু মানুষের জন্য খরচ করার নির্দেশই দেওয়া হয়নি, একই সাথে কার জন্য কীভাবে খরচ করতে হবে, সেটাও সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। ইসলামই একমাত্র ধর্ম, যেখানে বিশ্বাসের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে একটি হলো বাধ্যতামূলক দান। যারা মনে করেন: মানব ধর্মই আসল ধর্ম, মানুষের উপকার করতে পারাটাই আসল কথা, নামাজ, রোজা করে কী হবে? —তারা হয়তো জানেন না যে, মানব ধর্মের যে সব ব্যাপার তাদের কাছে এত ভালো লাগে, সেগুলো ইসলামের অংশ মাত্র। একজন প্রকৃত মুসলিম শুধুই একজন নিয়মিত নামাজী, রোজাদার নন, একই সাথে তিনি একজন দানশীল, চরিত্রবান, আইনের প্রতি অনুগত, আদর্শ, বিবেকবান নাগরিক। যিনি সহমর্মিতার এক অনুসরণীয় উদাহরণ। MSA-ACCOUNTANCY এর পরিচালক  মোহাম্মদ সারওয়ার আর ও বলেন আল্লাহর হক ও বান্দার হক নিয়ে যখন চিন্তা করি তখন মনে করি মানুষের সেবা করাটা বান্দার হক এই চিন্তা করে আমি মানুষের সেবায় বাকি দিন গুল কাটাতে চাই ।এবং ইংল্যান্ডের দক্ষ একাউন্টিং অভিজ্ঞতার প্রশংসা করেন ইমাম নুরুর রহমান এই সময়  আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে বিগত বৎসর গুলোর হিসাব নিকাশ উপস্তাপন করেন এবং বলেন আল্লাহর শুকরিয়া আদায় করেন   সহ সংশ্লিষ্ট সকল কে মোবারক বাদ  জানিয়েছেন। বৃটেন ও সারা বিশ্ব প্রবাসী অনেক পরিবার আর-রাহমান এডুকেশন ট্রাষটের কার্যক্রমকে যারা আমাদের উৎসাহ প্রদান করে যাচ্ছেন আল্লাহ তাদের কে উওম প্রতিদান করুন


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here