ইবি আইটি সোসাইটির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ইবি, প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইটি বিষয়ক সংগঠন ‘আইটি সোসাইটির`র নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।
বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া ভবনের ৩৩৫ নং কক্ষে এর আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্লানিং ডিরেক্টর ড. নওয়াব আলী খান। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মৃত্তিকা খানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দুপুর ২টায় সংগঠনের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। এসময় বক্তারা আইটি বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
0 coment rios:
You can comment here