Monday, April 10, 2023

ইফতার সামগ্রী বিতরণ ২০২৩

 


ইফতার সামগ্রী বিতরণ ২০২৩

সিলেট প্রতিনিধি:

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ২০২৩

(তেলিকোনা) এলাহাবাদ রহমান মঞ্জিল থেকে 

১০ এপ্রিল ২০২৩ 

আর রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক এর সভাপতিত্বে 

 প্রধান মেহমানছিলেন দরুল কেরাত এলাহাবাদ শাখার অন্যতম প্রধান পরিচালক ও বিয়ানীবাজার-বিমা পরিচালক আর রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ উপদেষটা কে এম.আজমল হোসেন বুলবুল

বিশেষ মেহমান হিসাবে যারা ছিলেন 

সিলেট ইবনে সিনা এর ওয়ারড পরিচালক মাওঃজসিম উদদীন 

আর রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা ও দারুল কিরাত এলাহাদ এর স্থায়ী সদস্য মৌঃ আবদুস সালাম 

দরুল কেরাত এলাহাবাদ শাখার সহ-কারী প্রধান কারী আল-খিদমাহ অরপাহান ইনিউষটিট এর পরিচালক মাও এম.এল.মাসুম 

আর রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ ট্রঅর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, ফয়সল আহমদ আর ও প্রমুখ ॥

আর- রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ইমাম মাওলানা নূরুর রহমান সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানিয়ে বলেন, মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা আমাদের জন্য অপরিহার্য। প্রতিটি মানুষের নিজস্ব স্বার্থে এটি প্রয়োজন। আল্লাহতায়ালার কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর কোনো অপকার বা উপকার বা সৃষ্টি জগতের কোনো পরিবর্তন হবে-এমনটা নয়। বরং আল্লাহতায়ালা বলেছেন-যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন’। (সূরা ইব্রাহিম : ৭)।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা অকৃতজ্ঞ মানুষকে একেবারেই পছন্দ করেন না। মানুষের মধ্যে এমন অনেকে আছেন, যারা পারস্পরিক কৃতজ্ঞতা আদায় করেন না। রাসূল (সা.) বলেন, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। একজন মানুষ যত বেশি কৃতজ্ঞতা আদায় করবে, তার ভেতর তত বেশি উন্নত মানবীয় গুণ ধারণ করতে পারবে। আল্লাহতায়ালা কৃতজ্ঞ বান্দাদের নেয়ামত যেমন বাড়িয়ে দেন, তেমনি কৃতজ্ঞ মানুষকে দুনিয়ার মানুষজনও বেশি পছন্দ ও ভালোবাসেন। কিন্তু এর বিপরীতে অকৃতজ্ঞ যারা। অকৃতজ্ঞদের দুনিয়ার মানুষ স্বার্থপর হিসাবে চিহ্নিত করে।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here