Thursday, April 20, 2023

সিলেট শহরের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার



সিলেট শহরের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে

গত ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার 

দীর্ঘদিন ধরে নিজে অথবা বিভিন্ন সামাজিক সংগঠন এর মাধ্যমে সিলেট শহরের মিরাপাড়া আশপাশের এলাকার দুস্থ ও অসহায়দের পাশে থেকে অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন হাজি কামরুজজামান । নিজের শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন সিলেট শহরের  বিভিন্ন এলাকার অসহায়দের মুখে খাবার তুলে দেন।

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার : আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-ইউকে’র উদ্দোগে সিলেটের  মিরাপাড়া ২৪ নং ওয়ার্ড দুস্থদের মাঝে ঈদ উপহার ২৪টি পরিবারের সদস্যদের মাঝে শাড়ি, লুঙ্গি ও শিশুদের নতুন জামা কাপড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এস ডি এস নির্বাহী পরিচালক জনাব আবদুল হামিদ ও মাদরসাতুল হিকমা এর হিফজ প্রধান জনাব হাফিজ মাও মর্তুজা ।

আর- রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক,

ইমাম মাও নুরুর রহমান বলেন -

সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সাধ্যানুযায়ী এভাবে গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন, তাহলে অনেকেই স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবেন। তারা সমাজের বিত্তবানসহ অন্যান্য লোকদের সাধ্যানুযায়ী এসব গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

Please donate generously!

Ar-Rahman Education Trust,

Barclays Bank,

Sort code: 20-55-62,

Account number: 00790605

https://aret.org.uk/donations/help-our-project-please-donate-on/


‎نــــحــن مــعـكـم بـــأجـٰل رهــافــة الانــسانيــة

Fᴏʀ ʜᴜᴍᴀɴɪᴛɪᴇs sᴀᴋᴇ ᴡᴇ ᴀʀᴇ ᴀʟᴡᴀʏs ʙᴇsɪᴅᴇ ʏᴏᴜ


"মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে"


‎جَزاكَـــــ الله خَيْـــــرًا

‎الرحمن ايجوكسن ترست


Ar-Rahman Education Trust


Help our project please & donate on - AR-RAHMAN EDUCATION TRUST


SHARE DONATE JOIN DUA







শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here