Friday, April 21, 2023

চরা জামেয়ার সুপারের ঈদুল ফিতরের শুভেচ্ছা

 

চরা জামেয়ার সুপারের ঈদুল ফিতরের শুভেচ্ছা

 চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালেহ আহমদ দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদে তিনি বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আর রহমান এডুকেশন ট্রাস্টের মুহতারাম উপদেষ্টা মাওলানা সালেহ আহমদ ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, ইসলাম ধর্মাবলন্বী মানুষদের অন্যতম প্রধান উৎসব ঈদ-উল-ফিতর। 

তিনি আরো বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। 

শাহ আনোয়ার কামরুল মিল্লাত দাখিল মাদ্রাসা কমপ্লেক্সের কোষাধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ আরো বলেন, ঈদ মুসলমানদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষানুরাগী মাওলানা সালেহ আহমদ আরো বলেন,  ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।

তিনি বলেন, আসুন সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here