Wednesday, May 17, 2023

ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ র পিএইচডি সেমিনার অনুষ্ঠিতইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ র পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

 বুধবার (১৭ মে) সকাল ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভা কক্ষে "মানব কল্যাণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুতবাসমুহের ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ" আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তত্ত্বাবধানে এ পিএইচডি সেমিনারের আয়োজন করা হয়। পিএইচডি গবেষক জনাব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় বিভাগটির সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধর্মত্বত্ত ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এ. এন. এম এরশাদ উল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে গবেষণার তত্ত্বাবধারক প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও আলোচক হিসেবে ছিলেন বিভাগটির প্রফেসর ড. মোঃ সেকান্দার আলী ও প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপন করেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডি বিভাগের প্রফেসর ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ডক্টর আ হ ম নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডঃ মোঃ মুজাহিদুর রহমান ডঃ মোঃ নাসির উদ্দিন। সাবেক ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আ ফ ম আকবর হোসাইন ও ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আনোয়ারী উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন।

 উক্ত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভাগের সভাপতি প্রফেসর ডঃ সৈয়দ মাকসুদুর রহমান বলেন, মানব কল্যাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর খুতবাসমুহ একটি যুগান্তকারী প্রভাব রয়েছে।

 রাসূলুল্লাহ সাল্লাম এর বিদায় হজ্জের ভাষণ ও বিভিন্ন জুমআয় প্রদত্ত খুতবাসমূহ মানুষের কল্যাণের জন্য বক্তৃতা প্রদান করেন।

 এ সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য গবেষকের প্রতি আহবান জানান।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here